মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ রামগঞ্জ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন ‘সততা ব্লাড ফাউন্ডেশন’ এর বার্ষীক সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোঃ ইসমাইল হোসেন পাটওয়ারীকে পুনরায় চেয়ারম্যান এবং মোঃ আসিফ ইমতিয়াজকে ভাইস চেয়ারম্যান পদে নাম ঘোষনা করা হয়। নির্বাচনে দোয়াত কলম প্রতীকে তারেক আজিজ লিয়ন সভাপতি, আনারস প্রতীকে সহ-সভাপতি মোহন হাজী, টেবিল ল্যাম্প প্রতীকে ইমরোজ মাহী সাধারন সম্পাদক, হেলিকাপ্টার প্রতীকে যুগ্ম সাধারন সম্পাদক আদনান হোসেন জিসান ও মোমবাতি প্রতীকে সাংগঠনিক সম্পাদক হুসাইন কবীর নির্বাচিত হয়েছেন। গত ১৭ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় সততা ব্লাড ফাউন্ডেশনের নিজ কার্যলয়ে ব্যালট পেপারের মাধ্যমে ১৫০ জন ভোটার ভোট প্রদান করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আসিফ ইমতিয়াজ এবং নির্বাচনী নির্বাহী ম্যাজিস্টেটের দায়িত্ব পালন করেন সাংবাদিক মোঃ ছায়েদ হোসেন। ভোট কেন্দ্রে ভোটারা উৎসাহ ও আনন্দঘন পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। স্বচ্ছ এবং সুশৃঙ্খল পরিবেশে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু ও শেষ হয়। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন সততা ব্লাড ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন পাটওয়ারী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদি হাসান সুমন, আরো বক্তব্য রাখেন রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের চেয়ারম্যান ও সভাপতি সাংবাদিক মোঃ ফারুক হোসেন, ফরহাদ হোসেন লিটন, ইব্রাহিম পাটওয়ারী, মামুন হোসন, ফারুক হোসেন প্রমূখ। প্রধান অতিথিরা তাদের বক্তব্যে আরো বলেন রক্ত দানের প্রয়োজনীয়তা উল্লেখ করে সবাইকে রক্তদানে এগিয়ে এসে আসার অনুরোধ করেন। ২০২০ সালে ১১ নভেম্বর “যেখানে মানবতা, সেখানে সততা” এ স্লোগানকে সামনে রেখে পুরো রামগঞ্জ জুড়ে যাত্রা শুরু করে সততা ব্লাড ফাউন্ডেশন নামের এ স্বেচ্ছাসেবী সংগঠনটি।
Home সারাবাংলা সংবাদ লিয়ন-সভাপতি, মাহী -সাধারন সম্পাদক, রামগঞ্জ সততা ব্লাড ফাউন্ডেশনের বার্ষীক সাধারনসভা অনুষ্টিত।