সুষ্ঠ নির্বাচনের জন্য প্রশাসনের সর্বাত্নক প্রস্তুতি সম্পন্ন ,
রাত পোহালেই রামগঞ্জ উপজেলার ১০ইউপিতে ভোট!
মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ রাত পোহালে আজ ২৮ নভেম্বর রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তৃতীয় ধাপে রামগঞ্জ উপজেলা ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য জেলা ও উপজেলা প্রশাসন ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছে। এ জন্য বিপুল সংখ্যক র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য কেন্দ্রে কেন্দ্রে প্রেরন করেছেন পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্টেট থাকবে। সুষ্ঠ নির্বাচনের ক্ষেত্রে সন্ত্রাসী বা কেন্দ্র দখলসহ যে কোন প্রতিবন্ধতায় কাউকে ছাড় দেওয়া হবে না। এর মধ্যে ২নং নোয়াগাও, ৩নং ভাদুর, ৪নং ইছাপুর, ৬নং লামচর, ৯নং ভোলাকোট ও ১০নং ভাটরা ইউনিয়নকে ঝুকিপূর্ণ ইউনিয়ন হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। এ সব ইউনিয়নে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে।
কোন অবস্থাতেই ভোটারদের ভয়ভীতি প্রদর্শণ, প্রতিদ্বন্ধী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার, নির্ধারিত সময়ের পর প্রচার প্রচারনা ও শো-ডাউন চলবে না। বৈধ অস্ত্রধারী ব্যক্তিগণ তাদের অস্ত্র থানায় জমা দিতে হবে। ৩০তারিখের পর এসব বৈধ অস্ত্র থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাবেন। যারা প্রজ্ঞাপনের নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের বৈধ অস্ত্র থানায় জমা দিবেন না, তাদের এসব অস্ত্র অবৈধ হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের সদস্য পদে প্রার্থীদের সাথে আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন যৌথভাবে লক্ষ্মীপুর জেলা ও রামগঞ্জ উপজেলা প্রশাসন এবং পুলিশ কর্মকর্তাগণ।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এবং বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম, সেবা)।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে উপজেলার ১০টি ইউনিয়নের সার্বিক বিষয়বস্তু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং কর্মকর্তা আবু তাহের, উপজেলা নির্বাহী প্রকৌশলী ও রিটার্ণিং কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রিটার্ণিং কর্মকর্তা মোনাজের রশিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্ণিং কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার প্রমূখ।
এসময় বক্তাগণ জানান, ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে ভোটের দিন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে পার পাওয়ার সুযোগ নেই। ভোটের আগের দিন ও ভোটেরদিন বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যাক র্যাব, বিজিবি, পুলিশের স্টাইকিং ফোর্স, আনসারের স্টাইকিং ফোর্স মাঠে থাকবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র বা ইউনিয়নে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহের জানান, রামগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৯৮হাজার ৮৪জন, পুরুষ ভোটার সংখ্যা ১লক্ষ ১ হাজার ৫শ ৮০জন, মহিলা ভোটার সংখ্যা ৯৬ হাজার ৫০৪জন।
এছাড়া ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০, সাধারণ সদস্য পদে ৪২৮ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯১জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ।