শিক্ষার্থীদের আন্দোলন হাফ পাসের দাবি

শিক্ষার্থীদের আন্দোলন হাফ পাসের দাবি কয়েক দিনের মতো আজ মঙ্গলবারও গণপরিবহনে হাফ পাসের (অর্ধেক ভাড়া) দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও চার রাস্তার মোড়ে শিক্ষার্থীরা জড়ো হন। ‘হাফ পাস আমার অধিকার, নয় কোনো আবদার’, সায়েন্স ল্যাবরেটরিতে এ স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। বেলা পৌনে একটার দিকে চার রাস্তার মোড়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সিটি কলেজ ও ঢাকা কলেজের পোশাক পরে ছাত্ররা রাস্তায় নামেন। সায়েন্স ল্যাব মোড়ে গুলিস্তান-ধামরাই রুটে চলা তৌহিদ নামের একটি বাস আটকে দেন ছাত্ররা। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, হামলার আগে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের বিরুদ্ধে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ তুলে তর্ক বাধান। কথা-কাটাকাটির মধ্যেই লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করা হয়।