দুমকিতে স্বাধীনতার সূবর্নজয়ন্তী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ উদ্বোধন

মোঃ জাহিদুল ইসলাম দুমকি পটুয়াখালী প্রতিনিধি: দুমকি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বাধীনতার সূবর্নজয়ন্তী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ উপজেলা পরিষদ এ্যাসোসিয়েসনের সভাপতি ও দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট হারুন অর রশিদ হাওলাদার। ২৬ মার্চ সকাল ৮টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা সহকারী কমিশনার ভূমি আর ইমরান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা‍ঃ মীর শহীদুল আলম, দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াছিন, প্রাথমিক শিক্ষা অফিসার সাগরিকা রাহা প্রমূখ, এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, রেঞ্জার, মুক্ত স্কাউট গ্রুপ, স্কাউট, গার্ল গাইড এবং বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ। প্রধান অতিথি তার বক্তব্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এবং দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সূখী সম্মৃধ্বশীল রাষ্ট্র গঠনে সকলকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহ্বান জানান।
সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়, সকাল ৭টায় বঙ্গবন্ধুর মূরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল টায় জাতীয় সংগীত পরিবেশন জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার, গ্রামপুলিশ, রেঞ্জার, মুক্ত স্কাউট গ্রুপ, স্কাউট, গার্লস গাইডদের কুচকাওয়াজ , মহিলা অতিথিদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।