মোঃ ছায়েদ হোসেন রামগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধি: “নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতন রামগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রামগঞ্জ পৌর শহর প্রতিটি ওর্য়াড, রামগঞ্জ ইউনিয়ন পরিষদসহ আজ একযোগে বিভিন্ন স্থানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় ৩নম্বর ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন ।
এছাড়াও উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন খাঁন, ইছাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহানাজ আক্তার, ইছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূর মোহাম্মদ খাঁন, রামগঞ্জ থানার এস আই হুমায়ুন কবির, সৌরভ হোসেন, মহসিন চৌধুরী, ভাদুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দানিছ মিয়া, ইউপি সদস্য আবদুল আজিজ, ইছাপুর ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।
এছাড়া রামগঞ্জ পৌর শহরের সোনাপুর বাজারে ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যেগে আয়োজিত র্যালীতে উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার এস আই আবদুল হান্নান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, ব্যাবসায়ী মাসুদ আলম আটিয়া, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম লেদু, যুবলীগ নেতা খালেদ পাটোয়ারী বাদশা, দেওয়ান জামাল হোসেন খোকন ও অপু মাল প্রমূখ।
সকাল সাড়ে ১১টায় রামগঞ্জ পৌর সাতারপাড়া-নন্দনপুর ওয়ার্ডে কাউন্সিলর দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র।
যুবলীগ নেতা অহিদুর রহমান জামালের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, রামগঞ্জ পৌর সভার সাবেক মেয়র বেলাল আহম্মেদ, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আকবর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিফাত আরা সুমী, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, রামগঞ্জ থানার এস আই ইভা সাহা প্রমূখ।
এছাড়াও লামচর ইউপি চেয়ারম্যান মাহেনারা পারভীন পান্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমদাদুল হক এমদাদ, যুবলীগের সভাপতি মিজানুর রহমান সোহাগ প্রমুখ।
চন্ডিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আ‘লীগ নেতা ইসলামইল ফরাজী, জিএস নজরুল ইসলাম, থানার এস.আই তাজুল ইসলাম প্রমুখ।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন এস আই অলি উল্লাহ প্যানেল চেয়ারম্যান সোহেল রানা প্রমুখ।
করপাড়া ইউপি আ‘লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবুর হক মজিবের সভাপতিত্বে পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই দেলোয়ার হোসেন।
সমাবেশে প্রধান অতিথি ওসি আনোয়ার হোসেন বলেন, দেশের সমসাময়িক পরিস্থিতি ও নারী ধর্ষন এবং শিশু নির্যাতন প্রতিরোধে দিকনির্দেশনা মূলক পরামর্শ এবং ওইসব অপরাধের সাথে জড়িতদের চিহিৃত করে পুলিশকে সহযোগীতা করার জন্য সাধারন জনগনের প্রতি আহবান জানান।
তিনি আরোও বলেন, আইন সকলের জন্য সমান, কেউ অপরাধ করে পার পাবে না, তাই এই ব্যাপারে সকলকে আরও সচেতন হতে হবে। পুলিশ জনগনের বন্ধু, শত্রু নয়। সকল অন্যায় ও অনাচারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে পুলিশকে সহযোগিতা করারও আহবান জানান।
পরে পথচারীদের মাঝে গণজনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন পুলিশ প্রশাসন।