স্বপ্নীল চৌধুরী জাবেদঃ ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী থানাধীন ৫০ নং ওয়ার্ড বাংলাদেশ তাঁতী লীগের উদ্যোগে, সভাপতি মোঃ মাহবুব আলম বাদশার নেতৃত্বে ঢাকা ঢাকা-৫ শূণ্য আসনের সংসদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী যাত্রাবাড়ী বাসীর অত্যান্ত আপনজন, মাটি ও মানুষের বন্ধু, জন ধরদী, সৎ, নিষ্ঠাবান, ন্যায় পরায়ন, আদর্শবান, সমাজ সেবক, সংগঠক, বর্ষিয়ান রাজনীতিবিদ, গন মানুষের আপনজন এবং প্রিয় নেতা,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু (বিএ) কে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার লক্ষে নির্বাচনীয় প্রচার-প্রচারনা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। ৫০ নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি মোঃ মাহাবুবু আলম বাদশার এই নির্বাচনীয় প্রচারনার প্রত্যেকটি কার্যক্রম ও পদক্ষেপ ছিল সকল স্তরের জনসাধারনের কাছে ব্যাপক প্রশংসনীয়। যা এর আগে করোনাকালীন সময়ে নির্বাচনীয় প্রচারনার অংশ বিশেষ এমন সু-সজ্জিত সঠিক নিয়মাবলীর চিত্র অন্য দলীয় প্রার্থীদের নির্বাচনীয় প্রচারনায় আর দেখা যায়নি। আমরা জানি বর্তমান সময়ে সারা বিশ্বে প্রানঘাতি করোনাভাইরাসের প্রাদূর্ভাব চলছে। এ রোগের এখন পর্যন্ত বিশ্বের কোন দেশেই ব্যাকসিন বা টিকা আবিস্কার হয়নি। এ রোগ থেকে রক্ষা পেতে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা বিষয়টিকে প্রধান গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে চিহ্নিত করে করোনা ভাইরাস বৃদ্ধি শূণ্য পার্সেন রোধে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল দিক নির্দেশনা মেনে যেভাবে মাহাবুব আলম বাদশা নির্বাচনীয় প্রচারনা চালাচ্ছেন তা এক কথায় আসাধারণ। তার এমন কার্যক্রম সিনেমার নায়কের চরিত্রকে হার মানিয়ে যাত্রাবাড়ীবাসীর কাছে স্থায়ীভাবে নায়ক হয়ে গেছেন এই তরুন রাজনৈতীক নেতা। শুধু তাই নয় করোনা কালীন সময়ে স্বাস্থ্য অধিদপ্তর এর সকল ব্যাকারন মেনে কিভাবে নির্বাচনীয় প্রচালনার ক্যাম্প আয়োজন করতে হয়ে তার সঠিক দৃষ্টান্ত স্থাপন করলেন রাজনীতির ময়দানে নতুন নাম লেখানো দেশ প্রেমিক যুবক মাহাবুব আলম বাদশা। সরেজমিনে গিয়ে দেখা যায় যে, ৫০ নং ওয়ার্ড তাঁতীলীগের ব্যানারে সভাপতি মোঃ মাহাবুব আলম বাদশা যেভাবে নির্বাচনীয় প্রচারনার শোভাযাত্রা আয়োজন করলেন, তা স্থায়ীভাবে মনে ধরেছে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত ঢাকা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সু-নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে থাকা বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু (বিএ)। গত ২৯/০৯/২০২০ এবং ১৫/১০/০২০, ৪:৩০ ঘটিকার সময় রাজধানী যাত্রাবাড়ী থানা প্রশাসনের অনুমোতি সাপেক্ষে ৫০ নং ওয়ার্ড বাংলাদেশ তাঁতীলীগের সভাপতি মাহাবুব আলম বাদশার নেতৃত্বে যে নির্বাচনীয় প্রচারনা ও শোভাযাত্রার আয়োজন করা হয় সেই শোভাযাত্রার প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ উপ-নির্বাচনের পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু (বি এ)। ঢাকা-৫ আসনের জনমত জরিপে নিরঙ্কুশ জয়ের পথে সবচেয়ে বেশি এগিয়ে থাকা বাংলাদেশ আওয়ামীলীগের এই বর্ষীয়ান রাজনৈতিক জননেতার নেতৃত্বে মন-মুদ্ধকর এই শোভাযাত্রাটির গনসংযোগ শুরু হয় আওয়ামীলীগের মিরহাজীরবাগ অফিসের সামনে থেকে এবং শেষ হয় দয়াগঞ্জ হয়ে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক ৫০নং ওয়ার্ড বাংলাদেশ তাঁতীলীগের অফিসের সামনে এসে। এর আগে সভাপতি মাহাবুব আলম বাদশার নেতৃত্বে নির্বাচনীয় প্রচারনার শোভা যাত্রাটি যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে মিরহাজীরবাগ বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ের সামনে গিয়ে পৌছালে ওখানে উপস্থিত সকল স্তরের দলীয় নেতা কর্মীরা নান্দনিক এই শোভাযাত্রাটির ভুয়শী প্রশংসা করে ব্যাপক করতালি ও দলীয় শ্লোগানের মাধ্যমে উষ্ণ অভ্যার্থনা জানান। এর ২ (দুই) মিনিট পরেই প্রানভরা উষশাসিত হাসির মাধ্যমে এই সাজানো গুছানো ও নান্দনিক শোভাযাত্রাটির সাথে অংশগ্রহণ করেন আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু (বিএ)। পরে জনপ্রিয় এই নেতা শোভাযাত্রাটিকে সাথে নিয়ে যাত্রাবাড়ী বাসীর সাথে গনসংযোগ করেন। গনসংযোগ কালে জননেতার চোখে ও মুখে হাসি লেগেই ছিলো যা দেখে মনে হয়েছে এ যেন চির অম্লান বিজয়ের হাসি।
যা ঝড়ে পরল প্রচারনা সভা শেষে অল্প কিছুক্ষণ স্বায়ী হওয়া নেতার ভাষনে। এসময় তিনি সর্ব প্রথম ব্যাপক প্রশংসা ভাসালেন, তাঁতীলীগের সবেমাত্র রাজনীতিতে যোগ দেওয়া তরুন ব্যক্তিত্ব রাজপথের সাহসী সৈনিক অত্যান্ত নিষ্ঠাবান মোঃ মাহাবুব আলম বাদশাকে। তিনি বলেন এই ছেলেটি যে এত সুন্দর এতো মনোমুদ্ধকর নির্বাচনীয় প্রচারনার আয়োজন করবে তা আমি ভাবতেও পারিনি। তার সকল নির্বাচলীয় প্রচারনার কার্যক্রম দেখে আমি অত্যান্ত খুশি এবং অনন্দিত। আমি ওকে আশির্বাদ করছি ও যেন আরো বড় নেতা হতে পারে, সফল নেতা হতে পারে রাজনৈতিক অঙ্গণে। ওর কথা আমার সব সময় মনে থাকবে। শুধু তাই নয় এসময় ৫০ নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি মাহাবুব আলম বাদশার নির্বাচনীয় প্রচারণামূলক কাজে খুশি হয়ে উপহার হিসেবে নিজ হাতে ক্রেস পড়িয়ে দেন, আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু নিজ হাতে এ সময় তিনি আরো পরিচিত হন উপস্থিত তাঁতীলীগের নেতা কর্মী সহ মাহাবুবু আলম বাদশার পিতা, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল হক ও তার ভাইদের সাথে। আর স্মৃতি হিসেবে ক্যামেরা বন্দি হন মাহাবুব আলম বাদশা ও তার পিতার সঙ্গে। সব শেষে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে সক্রিয়ভাবে মাঠ পর্যায়ে আরো ব্যাপক আকারে নির্বাচনীয় প্রচারনামূলক কাজ করার আহবান জানিয়ে উক্ত স্থানে ত্যাগ করেন।
Home জাতীয় সংবাদ জন জরিপে নিরঙ্কুষ জয়ের পথে আওয়ামীলীগ প্রার্থী যাত্রাবাড়ী রাজনীতির মাঠে নতুন নায়কের...