রামগঞ্জে মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মবার্ষিকী পালন ও আলোচনা সভা

মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: রামগঞ্জে আন্তর্জাতিক অহিংসা দিবস ও মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মবার্ষিকী পালন করেছে উপজেলা গান্ধী আশ্রম ট্রাষ্ট।
উপজেলা গান্ধী আশ্রম টাষ্ট্র এরিয়া ম্যানেজার মো. নুরুনবীর উপস্থাপনায়,বীর মুক্তিযোদ্ধা
কমরেড আমির হোসেনের সভাপতিত্বে সভায় আন্তর্জাতিক অহিংস দিবসের তাৎপর্য তুলে ধরেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগঞ্জ থানা ওসি তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি কান্তা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবুল কাশেম, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অপূর্ব কুমার সাহা, ইউপি মেম্বার মো. দানিস মিয়া, সমীর দাস, সাংবাদিক মোঃ আউয়াল হোসেন পাটওয়ারী, মোঃ ছায়েদ হোসেন, উপজেলা গান্ধী আশ্রম ট্রাষ্ট পানিয়ালা ইউনিট ম্যানেজার সুবিমল দাস প্রমুখ।
সভায় বক্তরা সামাজিক ও রাজনৈতিক হানাহানি বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।