তুচ্ছ নয় রক্তদান,বাঁচতে পারে একটি প্রান এই প্রতিপাদ্যে– রামগঞ্জে সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের অফিস উদ্বোধন

মেঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ তুচ্ছ নয় রক্তদান,বাঁচতে পারে একটি প্রান এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে ৭নং দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার শাহাজালাল ইসলামী ব্যাংকের নিচ তলায় ব্লাড ফাউন্ডেশনের ওই অফিস উদ্বোধন করা হয়।

ব্লাড ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এস এম বাবুলের সভাপতিত্বে ও সেক্রেটারী ও সমাজসেবক মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাড ফাউন্ডশনের উপদ্রেষ্টা সাংবাদিক মোঃ আবু তাহের।

এসময় বক্তব্য রাখেন সমিতির বাজার কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারন সম্পাদক ও পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন প্রাইম, ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ টিপু সুলতান,সহ-সাধারন সম্পাদক কামরুল হোসেন হীরা, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, কোষাধক্ষ আলা উদ্দিন মোহন, সহ-প্রচার সম্পাদক মোঃ ফরিদ হোসেন প্রমূখ।

অফিস উদ্বোধন শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।