হাজীগঞ্জ উপজেলা গ্রাম পুলিশের মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালি অনুষ্ঠিত

এসএম মিরাজ মুন্সি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ গ্রাম পুলিশ চাঁদপুর জেলা হাজিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানব বন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম পুলিশ চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক নিত্যানন্দন সূত্রধর এর সার্বিক পরিচালনা ও উপস্থাপনা মানববন্ধন ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ গ্রাম পুলিশ চাঁদপুর জেলা শাখার সভাপতি আবদুর রশিদ সাধারণ সম্পাদক নিত্যানন্দ সূত্রধর সহ হাজিগঞ্জ উপজেলার গ্রাম পুলিশের ১২টি ইউনিয়নের দায়িত্বরত পুলিশ সদস্যগণ। নিত্যানন্দ সূত্রধর বলেন সারা বাংলাদেশ গ্রাম পুলিশের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি, তিনি আরো বলেন আমাদের অভিভাবকদের উপর হামলা হচ্ছে আমরা ঘরে বসে থাকতে চাইনা। নিবার্হী কর্মকর্তা ও তার বাবার ওপর হামলার ঘটনায় এপর্যন্ত আসামি আসাদুল, জাহাঙ্গীর, মাসুদ নামের তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যারের যৌথ দল। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে নৈশ প্রহরীকে, তাদের জিজ্ঞাসাবাদের যে তথ্য পেয়েছে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য আটককৃতদের সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা দাবী করছি। বাংলাদেশ গ্রাম পুলিশের সদস্যরা আরো বলেন অহিদা খানমের উপর হামলায় আমরা গভীরভাবে মর্মাহত এবং এর তীব্র নিন্দা জানাই। এ সময় অন্যান্যের মধ্যে গ্রামপুলিশ নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশের সন্ত্রাস-জঙ্গিবাদ যারা করে সে যে দলেরই হোক সরকার যেন তাদের ছাড় না দেয়, এবং গ্রাম পুলিশকে আরও শক্তিশালী করতে পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম দিয়ে কাজে লাগালে গ্রামপর্যায়ে অপরাধ-দুর্নীতি অনেকাংশেই কমে আসবে। এমনটাই জানিয়েছেন প্রতিবাদ ব্যালিতে দাঁড়িয়ে বাংলাদেশ গ্রাম পুলিশ হাজীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মালেক, সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক,। ইসমাইল, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক স্বপন প্রমুখ।