মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার মধ্য সোনাপুর গ্রামের মসজিদ ওয়ালা আটিয়া বাড়ির বাসিন্দা জাকির হোসেন ও বিলাল হোসেন হিংসাত্মক মনোভাব নিয়ে পাশ্ববর্তী বাসিন্দাদের বসত ঘরের সামনে গরুর খামার নির্মান করে দীর্ঘ দিন যাবৎ গরু পালন করে পরিবশে দুর্ষণ করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গরুর খামারের বর্জ্যে পানি ময়লা-আবর্জনা খোলা জায়গা অপসারণ করায় দু’র্গন্ধে পাশবর্তী বাসিন্দাদের বসবাস করার অযোগ্য হয়ে পড়েছে। যে কোন সময় সংক্রমণ ব্যাধি ছড়িয়ে পড়তে পারে।
খামারের পাশের বাসিন্দা মো.খলিলুর রহমান বলেন, খামারী জাকির হোসেন ও বিলাল হোসেন আমার বসত ঘরের সামনে গরুর খামারটি গড়ে পরিবেশ দুর্ষন করে তুলেছেন।গরুর বর্জ্যরে গন্ধে আমরা ঘরে থাকতে পারি না। গরুর খামারটি বসত ঘরের পাশ থেকে অন্যত্র স্থানান্তরের জন্য সম্প্রতি তিনি বাদী হয়ে রামগঞ্জ পৌরসভা মেয়রের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খামারের মালিক জাকির হোসেন ভুক্তভোগীদের অভিযোগ স্বীকার করেন এবং সমস্যা সমাধান করবেন বলে জানান।
পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলমগীর কবির বলেন, তিনি খলিলুর রহমানের অভিযোগ পেয়ে সরজমিনে গিয়ে সত্যতা পেয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগটি উপজেলা নির্বাহী অফিসার ও রামগঞ্জ থানা ওসি বরাবরে প্রেরণ করেন।