ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির সেরা পরিদর্শক যাত্রাবাড়ী থানার (অফিসার ইনচার্জ) মো. মাজহারুল ইসলাম, পিপিএম-বার, অফিসার ইনচার্জকে পুরুস্কৃত করছেন ডিএমপির কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এনিয়ে অষ্টমবারের মতো সেরা অফিসার ইনচার্জ হলেন তিনি।
রবিবার ডিএমপি সদরদপ্তরে জুলাইয়ের ২০২০ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমিশনার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ষ্টাটাসে এতথ্য জানান যাত্রাবাড়ির ওসি মাজহারুল ইসলাম নিজেই, তিনি বলেন,আলহামদুলিল্লাহ!
এবারও (জুলাই/২০)ডিএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্বারকারী অফিসার, শ্রেষ্ঠ ডাকাতি মামলার আসামি গ্রেফতার (তিন ক্যাটাকরীতেই শ্রেষ্ঠ) হিসাবে স্বীকৃতি পাওয়ায় মাননীয় পুলিশ কমিশনার, জনাব মোহঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) স্যার, ডিসি ওয়ারী স্যার সহ সকল সিনিয়র অফিসারদের প্রতি কৃতজ্ঞতা।সকালের কাছে দোয়া প্রাথী।