মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ আজ সকাল ১১ টায় লক্ষ্মীপুর (সদর) অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন এর সাথে রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়কালে লক্ষ্মীপুর (সদর) অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা বলেন, একদল তরুন সাংবাদিক রামগঞ্জ অনলাইন প্রেসক্লাব নামে একটি সংগঠন চালু করায় সত্যিই আমার কাছে অনেক ভালো লাগছে। আমি আপনাদের সাধুবাদ জানাই। আপনারা এগিয়ে যাবেন অনেকদূর।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পথচলা শুভ হোক।
এসময় তিনি বলেন, নিরপেক্ষ সংবাদ পরিবেশন জন্য সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে। আপনাদের আগামীদিন সুন্দর ও সুখময় হোক। আর এই করোনাকালীন সময়ে আমরা সবাই সম্মুখ যোদ্ধা হিসেবে জনগনের পাশে থাকবো এ প্রতিশ্রুতি দিচ্ছি এবং আপনারও আমাদের সহযোদ্ধা হিসেবে কাজ করবেন বলে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রতিদিনের সংবাদের রামগঞ্জ প্রতিনিধি, দৈনিক লক্ষ্মীপুর সমাচারের স্টাফ রিপোর্টার ও রামগঞ্জ কন্ঠের সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক, সমকাল পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি, বাংলার আলো বিডি ডট কম এর সম্পাদক মোঃ জাকির এইচ সুমন,
সহ- সভাপতি দৈনিক করোতোয়া রামগঞ্জ প্রতিনিধি, প্রতিদিন সময় ডট কম এর সহ সম্পাদক জসিম গাজী, অর্থ সম্পাদক, বাংলাদেশ সমাচার পত্রিকা রামগঞ্জ প্রতিনিধি ও শিরোমণি অনলাইনের ব্যুরো প্রধান সাখাওয়াত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেএসি নিউজ টিভি অনলাইনের মোঃ ছায়েদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক অণ্যদৃষ্টির মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক, নগর সংবাদের প্রতিনিধি মিজানুর রহমান, সংগঠনের সাধারণ সদস্য, রামগঞ্জ বার্তা ও রামগঞ্জ কন্ঠের স্টাফ রিপোর্টার মোঃ তামজীদ হোসেন রুবেল প্রমুখ।