রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার গভীর রাতে হরিশ্চর গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মুনসুর আলী এবং মোঃ সবুুজকে আটক করেছে। আটক হওয়ায় মুনসুর আলী দক্ষিন হরিশ্চর গ্রামের কুরিচ্ছার বাড়ির বকুল মিয়ার পুত্র এবং সবুজ একই বাড়ির মোঃ হোসেনের পুত্র। তাদের বিরুদ্ধে থানার এস.আই সঞ্জয় দাস বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেছে।
সুত্রে জানায়, উপজেলার চন্ডিপুর ইউপির দক্ষিন হরিশ্চর গ্রামের কুরিচ্ছার বাড়ির চিহিৃত মাদক ব্যবসায়ী মুনসুর আলী ও সবুজ মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গাজা নিয়ে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করছে। খবর পেয়ে এস.আই সঞ্জয় দাস, আঃ হান্নান, লিটন চাকমা, এ.এস.আই জাহাঙ্গীর আলম, সোহবার হোসেন, বাবুল রায়, শরীফুল ইসলাম, সোহরাব হোসেন সঙ্গীয় সোর্স নিয়ে ঘটনাস্থল ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ দুইজনকে আটক করে।
রামগঞ্জ থানার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, গাজাসহ আটক হওয়ায় দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে আসামীদের আদালতে পাঠালে বিচারক দুইজনকে জেল হাজতে পাঠায়।