দুমকী থানাবাসীকে জানাই ঈদ মোবারক

দুমকী প্রতিনিধি ঃ আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে দুমকী থানা এড়িয়ার সর্ব সাধারনকে ঈদ-উল আযহার শুভেচ্ছা-অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন বর্তমান দুমকী থানার অফিসার ইনচার্য (ওসি) মেহেদী হাসান। তিনি জানান ঈদ-উল আযহা হচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব। এই দিনটিকে ঘিরে মুসলমান সম্প্রদায়ের থাকে ব্যাপক উৎসাহ এবং আয়োজন। এসব আয়োজনের প্রধান অংশ হচ্ছে ঈদ-উল আযহার নামাজ শেষে আল্লাহকে খুশি করার জন্য গরু-ছাগল-উট-মহিষ কুরবানী করা এবং সেই কুরবানীর গোস্ত, স্থানীয় গরীব অসহায় প্রতিবেশীসহ নিজস্ব আত্মীয়-স্বজনদের মাঝে বিলিয়ে দিয়ে নিজেরা রান্না করে খাওয়ার মাঝে ঈদ-উল আযহার প্রধান আনন্দ লুকিয়ে থাকে এবং সেই আনন্দ ছড়িয়ে পড়ে সকল জন সাধারণের মাঝে। তিনি বলেন প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযথ ধর্মীয় মর্যাদায় ঈদ-উল আযহা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১লা আগষ্ট।
তবে এ বছরের ঈদু-উল আযহা প্রতি বছরের চেয়ে একটু ভিন্নভাবে পালিত হতে যাচ্ছে। এর কারন একটি- বর্তমান সময়ে বাংলাদেশসহ সারা বিশ্বে মরণব্যাধী করোনা ভাইরাসের ভয়াভহ ছোবল চলছে। এই ভাইরাসের হাত থেকে রক্ষ পেতে সরকারী জারীকৃত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ-উল আযহা উৎযাপন করতে হবে। এ বিষয়ে দুমকী থানা ওসি মেহেদী হাসান, স্থানীয় সর্বসাধারনের উদ্দেশ্যে বলেন-ইনশাআল্লাহ অবশ্যই আমরা দুমকীবাসী আসন্ন ঈদ-উল আযহার আনন্দ খুশি সবাই একসাথে উপভোগ করব। তবে সে ক্ষেত্রে সর্ব প্রথম আমাদের নিজস্ব সুরক্ষার জন্য অবশ্যই সরকারী স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মার্স্ক পড়ে ঈদ-উল আযহার নামায সহ সকল ধর্মীয় কার্য সম্পন্ন করব ও ঈদের আনন্দ উপভোগ করব। শুধু তাই নয়- দুমকী থানার ওসি বিশ্ব মিডিয়াকে আরো জানান যে, ঈদের আনন্দ যাতে সবাই শান্তি পূর্ণভাবে উপভোগ করতে পারে, কেউ যাতে ঈদকে ঘিরে কোন ধরনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ক্ষেত্রে জনগনের স্বার্থে আইন-শৃঙ্খলা পরিস্থিতি থাকবে ব্যাপক কঠিন এবং তৎপর। কোন ধরণের অপ্রতিকর ঘটনা বরদাস্ত করা হবে না হুশিয়ারী দিয়ে দুমকীবাসীর উদ্দেশ্যে ওসি বলেন-দয়া করে, অনুগ্রহ করে, সুপ্রিয় দুমকীবাসী আপনারা কেউ মাদক কারবারে সাথে জরিত হবেন না। আমরা মাদকের বিরুদ্ধে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামান্যতম সহানুভুতি দেখাবো না। আমরা মাদক নির্মূলে জিরো (০) টলারেন্সনীতিতে কাঠোর ও কঠিন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের অঙ্গীকার অনুযায়ী আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যে দেশকে মাদকমুক্ত করার ঘোষনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে পুলিশের ভুমিকা থাকবে দল-মত নির্বিশেষে জিরো (০) টলারেন্সনীতিতে। কোনক্রমেই আমরা এক্ষেত্রে কারো কোন সুপারিশ বা অনুরোধ রাখবানা। সে যেই হোক না কেন। শুধু তাই নয়- ওসি মেহেদী হাসান দুমকীবাসীর উদ্দেশ্যে আহ্বান এবং অনুরোধ করে বলেন- আপনাদের দুমকী উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে প্রত্যেকটি অভিযান পরিচালনা কালে আমি স্থানীয় সকল জনপ্রতিনিধি থেকে শুরু করে সর্বসাধারণের কাছ থেকে সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের মাদক নির্মূলের সহযোগিতা করুন, আমরা কথা দিচ্ছি আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ দুমকী উপজেলা হবে সম্পূর্ণ মাদকমুক্ত উপজেলা। সর্বশেষ ওসি মেহেদী হাসান দুমকীবাসীর উদ্দেশ্যে বলেন- আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন, নিরাপদে থাকবেন সবাইকে আবারো ঈদ মোবারক।