ব্যাক্তিত্বের হাতে গড়া ফরিদ আহমদ ভূইয়া একাডেমীর সাফল্য

 

মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ ত্যাগী সমাজসেবক, শিক্ষাক্ষেত্রে একনিষ্ঠ পৃষ্ঠপোষক, শিল্প-বাণিজ্যের পুরোধা, বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়া (সিআইপি)।
নিজ জন্মস্থান রামগঞ্জের উদয়পুরে প্রতিষ্ঠা করেছেন এক ব্যতিক্রম ধারার শিক্ষা প্রতিষ্ঠান ‘ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি’। প্রায় ৩৫ বিঘা জমির উপর নির্মিত অত্র একাডেমিতে রয়েছে ৬ তলা বিশিষ্ট দুটি একাডেমিক ভবন, ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পৃথক পৃথক আবাসিক ভবন এবং সুপরিসর খেলার মাঠসহ মনোরম পরিবেশ । গরীব ও অদম্য মেধাবী শিক্ষার্থীদের বিনা খরচে লেখাপড়া ও থাকা-খাওয়ার সুযোগ রয়েছে, যা আহমেদ আব্দুর রহমান ট্রাস্ট কর্তৃক বৃত্তি প্রদানের মাধ্যমে সমন্বয় করা হয় ।
প্রতিষ্ঠানটি যাত্রা শুরুতে ২০১৯ সালে এইচএসসি পরিক্ষায় (১ম ব্যাচ) শতভাগ পাসসহ লক্ষ্মীপুর জেলায় ১ম স্থান অর্জন করে এবং একই ব্যাচে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার কারনে ১০জন শিক্ষার্থী ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী বিদ্যালয়সহ দেশের খ্যাতিমান পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির চান্স পায়। ২০১৮ ও ২০১৯ সালে জেএসসি পরিক্ষায় এ+ ও এ পেয়ে শতভাগ শিক্ষার্থী পাস করে এবং ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে।

এসব বিষয় কথা বলতে চাইলে প্রকল্প সম্পর্কে ট্যাক্স-ভিআইপি
ফরিদ আহমেদ ভূইয়া বলেন, “ ক্যাডেট কলেজের আদলে প্রতিষ্ঠিত এ শিক্ষায়তনে বিশ্বমান বজায় রেখে বহুমুখী মেধার বিকাশ ঘটানো হয়।” ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সমস্ত সম্পদ ও অবকাঠামো আহমেদ আব্দুর রহমান ট্রাস্ট কর্তৃক প্রদত্ত বিশেষ অনুদান।