দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ করেন রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী

মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রামগঞ্জ পৌরসভাব্যাপী ৫ সহস্র দুস্থ নারী-পুরুষের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ শুরু হয়েছে।

আজ (শনিবার) সকাল থেকে পৃথক পৃথক সময়ে পৌরসভার ৭নং ওয়ার্ড, ৩নং ওয়ার্ড এবং ৬নং ওয়ার্ডের দুস্থদের মাঝে বিতরণের মাধ্যমে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রামগঞ্জ পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী।

এসময় বিতরণ কার্যক্রম পরিচালনা পরিদর্শনে ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার, উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা, উপজেলা উপসহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।

এছাড়াও পৌর-প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলালের সার্বিক তত্ত্বাবধানে তদারকির দায়িত্বে ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হান্নান বাবু, ৪, ৫, ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভিন আক্তার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাজাহান।

এসময় পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী জানান, পৌরসভাব্যাপী যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দুস্থদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

এর পূর্বে পৌরসভার সকল ইমাম-মোয়াজ্জিন, সাধারণ নারী-পুরুষ, পৌরসভায় কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির সকল কর্মকর্তা-কর্মচারী, রামগঞ্জ-সোনাপুর বাজারের সকল নাইটগার্ডদের মাঝে চাল-তেল বিতরণ করা হয়েছে।