রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত

মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জুলাই বিকালে পৌর শহরের জনতা ইউনিটি টাওয়ারে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকির এইচ সুমনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, যুগ্ন- সম্পাদক মোঃ পারভেজ হোসেন, মোঃ আবদুর রহমান, অর্থ সম্পাদক মোঃ সাখাওয়াত সাকা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ছায়েদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, নির্বাহী সদস্য মোঃ শাফায়েত আহম্মেদ, সাধারন সদস্য মোঃ তামজীদ হোসেন, মোঃ তারেকুল ইসলাম প্রমুখ।

উক্ত সভায় সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এসময় সংগঠনটির সভাপতি ও সাধারন সম্পাদক তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রম যেন সবসময় অব্যাহত থাকে, সে বিষয়ে সংগঠনের সকল সদস্যের আন্তরিকতা প্রচেষ্টা কামনা করেন।