মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০জুলাই বিকালে পৌর শহরের জনতা ইউনিটি টাওয়ারে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকির হোসেন সুমনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, যুগ্ন- সম্পাদক পারভেজ হোসেন, আবদুর রহমান, অর্থ সম্পাদক সাখাওয়াত সাকা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ছায়েদ হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ক্রীয়া সম্পাদক মোহাম্মদ আলী, নির্বাহী সদস্য শাফায়েত আহম্মেদ, সাধারন সদস্য তামজীদ রুবেল প্রমুখ।
উক্ত সভায়, সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিৎষত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এসময় সংগঠনটির সভাপতি ও সাধারন সম্পাদক তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রম যেন সবসময় অব্যাহত থাকে, সে বিষয়ে সংগঠনের সকল সদস্যের আন্তরিকতা প্রচেষ্টা কামনা করেন।