রামগঞ্জে ১৩ আনসার ব্যাটালিয়নের পক্ষ থেকে অসহায় ও কর্মহীন মানুষদেরকে ঈদ উপহার সামগ্রী বিতরণ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় গতকালকে ১০০ জন কর্মহীন মানুষকে অত্র ব্যাটালিয়নের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এই উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, মসুর ডাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আলু, সেমাই, চিনি, গুড়া দুধ, সাবান।

ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, ১৩ আনসার ব্যাটলিয়নের পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য, সহকারী পরিচালক মোঃ আরিফুর রহমান ও কোম্পানি কমান্ডার মো: তোফাজ্জল হোসাইন, এবং উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা মোঃ আল ইমরান।

এ সময়ে ১৩ আনসার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মো: তোফাজ্জল হোসাইন বলেন, ”করোনার” প্রভাবে কর্মহীন হয়ে পড়া সমাজের অসহায়, হত-দরিদ্র, দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা। অসহায়দের মুখে ঈদের হাসি ফুটাতে আমরা আনসার সদস্য আমাদের ইফতারের জন্য বরাদ্দকৃত টাকায় ১০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি। ব্যাটালিয়ন পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য মহোদয়ের নির্দেশ অনুযায়ী কর্মহীন মানুষকে সুশৃঙ্খল তৎপরতায় সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করা হয়ছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকারের ঘোষিত লকডাউন বাস্তবায়নে, সামাজিক দূরত্ব ও জনসমাগম এড়াতে আমরা কাজ করছি। ১৩আনসার ব্যাটালিয়নের সদস্যরা সকাল ৬ টা হতে রাত ৮ পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

প্রশাসনের সাথে সমন্বয় করে লক্ষ্মীপুরের বিভিন্ন প্রবেশমুখে স্থাপিত চেকপোস্টে দায়িত্ব পালন করছে। তাছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলা প্রশাসনকে সার্বক্ষণিকভাবে আমরা সহায়তা করে আসছি।