বিএফডিসিতে বসলো জীবানণুনাশক বুথ। চলচ্চিত্র শিল্পী সমিতির নিজস্ব উদ্যোগে এটি বসানো হয়েছে এফডিসির প্রধান ফটকের সামনে। সোমবার দুপুরে এই বুথের উদ্বোধন করেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুহুজাত ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খানসহ আরো অনেকে। বিএফডিসির এমডি জানান, করোনা সংকটে সিনেমার যে ক্ষতি হচ্ছে, তার একটি হিসেবে তৈরি হচ্ছে। কোভিড নাইনটিনের আতঙ্ক কেটে গেলে, চলচ্চিত্রের এই সূঁতিকাগারকে নতুন করে সাজানো হবে।