অটোরিকশা চালকের কাছে ঘুষ নেয়া সেই ট্রাফিক সদস্য বরখাস্ত

অটোরিকশা চালকের কাছ থেকে ঘুষ নেবার সংবাদ  সম্প্রচারের পর ট্রাফিক পুলিশের এক সদস্য সাময়িক বরখাস্ত।

অটোরিকশা চালকের কাছ থেকে ঘুষ নেয়ার সংবাদ ডিবিসি নিউজে সম্প্রচারের পর যাত্রাবাড়ী এলাকার ট্রাফিক পুলিশের এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তরের মিডিয়ার এআইজি সোহেল রানা এক ভিডিও বার্তায় একথা জানান।

যাত্রাবাড়ীতে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ করে অটোরিকশা শ্রমিকরা। তাদের দাবি, ট্রাফিক পুলিশের কিছু অসৎ সদস্য বেশ কিছুদিন ধরেই যাত্রাবাড়ী এলাকায় আটোরিকশা থেকে চাঁদাবাজি করে আসছিলো। চাঁদা না দিলে বিভিন্ন সময় চালকদের মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগও করেন তারা।

সোমবার সকালে এক আটোরিকশা চালকের কাছ থেকে টাকা কেড়ে নেয়ার সময় অভিযুক্তকে ঘিরে প্রতিবাদ করে অটোরিকশা চালকরা। যাত্রাবাড়ী থানার সামনে অবস্থান নিয়ে শুরু হয় বিক্ষোভ। এ ঘটনার পর অভিযুক্ত ট্রাফিক পুলিশের কর্মকর্তা সামিয়ুলকে প্রত্যাহার করা হয়েছে।