রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নতুন আরো ১জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল গফফার।
রবিবার তিনি এ তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে । এ নিয়ে রামগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জন।
এদিকে আজ রবিবার দুপুরে উপজেলার লামচর ইউনিয়নের কাশিমনগর গ্রামে জেলায় সর্ব্বোচ্ছ ১০জন করোনা আক্রান্ত হওয়ায় গ্রামটির ১০টি পরিবারকে লকডাউন করেছে রামগঞ্জ উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহেনারা পারভীন পান্না।।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য প্রয়োজনীয় সংখ্যাক নিরাপত্তা গ্রহন করা হয়েছে। স্থানীয় গ্রাম পুলিশ পাহারায় নিয়োজিত থাকবেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, উল্লেখিত পরিবারের লোকজনের মাঝে খাবার সামগ্রী বিতরন করা হয়েছে। আগামী ১৪ দিন উক্ত পরিবারের সকল সদস্য হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
তারা আরো বলেন, এদিকে ঢিলেঢালাভাবে লকডাউনের ৭ম দিন চলছে আজ। অসচেতনভাবে অযথা ঘুরাফেরা করছে মানুষ। সামাজিক দুরুত্ব মানছেন কেউই। এতে করে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আরো থাকছে বলে মনে করছেন সচেতনরা। বিশেষ করে সন্ধার পর থেকে জেলা ও উপজেলা শহরের বাহিরের চা দোকানগুলোতে যুবকদের ভীড় থাকে লক্ষনীয়। জেলা বা উপজেলা প্রশাসন সচেতনতামূলক পোষ্টার-লিফলেট বিতরন, মাইকিংসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করলেও কোনভাবেই স্থানীয় এলাকাবাসীকে নিয়ন্ত্রনে আনতে পারছেন না বলেও জানান অনেকেই। ভোর থেকে বেলা ১টা পর্যন্ত শহরের দোকানগুলোতে বিশেষ করে মুদি দোকান, কাঁচা মালামাল ও মাছের বাজারে কোন ক্রেতাই মানছেন না সামাজিক দুরুত্ব।