বালাগঞ্জে বিএনপি নেতা হাজী আব্দুন নুরের খাদ্য সহায়তা বিতরণ সমাপ্ত


বালাগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাস নিয়ে দেশে চলমান সংকটময় পরিস্থিতিতে সিলেট জেলা বিএনপির সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি ও বোয়ালজুড ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান হাজী আব্দুন নুর (নুর মিয়া) ও তার পরিবারের পক্ষ থেকে উপজেলার বালাগন্জ ও বোয়ালজুড ইউনিয়নের কর্মহীন ও হতদরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এরই মধ্যদিনে উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে খাদ্য সহায়তা বিতরণ সমাপ্ত হলো।

শনিবার দিনভর সিদ্দেক আলী ফাউন্ডেশনের তত্বাবধানে বোয়ালজুড় ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে খাদ্য সহায়তা বিতরণ করেন সিলেট জেলা বিএনপির সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান হাজী আব্দুন নুর (নুর মিয়া) এবং বালাগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে খাদ্য বিতরণ করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বোয়ালজুড ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক আহমদ।

এসময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন মেম্বার, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল আহমদ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম সেফুল, বিশিষ্ট মুরব্বী জমির আলী, আকিল মিয়া ও আব্দুল হক তেরা, উপজেলা বিএনপি নেতা চুনু মিয়া, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের সদস্য আসাব আলী, আফজাল হোসেন ও মজনু মিয়া, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আজমুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সাবুল আহমদ, সহ-সভাপতি পুলক দাস দুরন্ত, সাইফুর রহমান তালুকদার ও রিপন মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, লাল সবুজ পেশাজীবী পরিষদের সভাপতি ফখরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বালাগঞ্জ উপজেলা জাসাসের যুগ্ন সাধারণ সম্পাদক কে.এম আফজাল হোসাইন, বোয়ালজুড় ইউনিয়ন ছাত্রদল নেতা শাহজাহান গাজী, তাইমম আহমদ ও আব্দুশ শুকুর প্রমুখ।

প্রসঙ্গত, বুধবার থেকে বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে এ খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ শুরু হয়।