রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতি মোকাবেলায় লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসক টীম সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের লামচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুই শতাধিক মানুষের চিকিৎসা সেবা (ব্যবস্থাপত্রসহ ঔষধ) দেওয়া হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন রাহাতের সার্বিক তত্বাবধানে সিএমএইচ’র সামরিক চিকিৎসক ক্যাপ্টেন মোঃ শাকিবুর রহমান খাঁন চৌধুরী রােগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
ক্যাপ্টেন রাহাত খান জানান, লকডাউনে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিদিনই বাংলাদেশ সেনাবাহিনীর এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া ত্রাণ সহযোগিতা ও জনসচেতনতা কার্যক্রম চলবে বলে জানান এ কর্মকর্তা।
এসময় লামচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহেনারা পারভিন পান্না জানান, ১১ এপ্রিল শনিবার রামগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামে ঢাকা থেকে ফেরত রামগঞ্জে আসা এক পোশাক শ্রমিক করোনা আক্রান্তের ঘটনায় লামচর ইউনিয়ন লকডাউন করেছে রামগঞ্জ উপজেলা প্রশাসন। বর্তমানে উক্ত ইউনিয়ন লকডাউন অবস্থায় রয়েছে।