রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনা ভাইরাসের আক্রান্ত মৃতদের জানাযা ও দাফন কাফনের জন্য প্রস্তুত ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগঞ্জ শাখার ১০ সদস্য্।
১৫ এপ্রিল এক জরুরি বৈঠকে ইসলামী আন্দোলনের ভাটরা ইউনিয়ন শাখার সভাপতি আবুল হোসেন নোমানের এর সভাপতিত্বে একটি প্রতিনিধি টিম গঠন করা হয়। এতে টিম প্রধান আবুল হোসেন নোমান, সহ টিম প্রধান কবির পাটোয়ারী, সমন্বয়কারী শাহাদাত মিজি, সদস্য শাহাদাত হোসাইন, আজিজুর রহমান, শরিফ মিজি, মোঃ ফারুক, রায়হান কবির, বিল্লাল হোসেন জিহাদি, মোঃ জুয়েল,হাছাল আলী সহ মোট ১০ সদস্যের টিম গঠন করা হয়েছে।
এছাড়া করোনায় রামগঞ্জে বিপদগ্রস্ত মানুষদের খাবার ও ঔষধসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ শাখার নেতৃবৃন্দ।