ফেসবুকে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার খোলা চিঠি

সম্মানিত রামগঞ্জবাসী,
শেষ পর্যন্ত লক্ষীপুরের প্রথম পজিটিভ রোগীটা রামগঞ্জেই ধরা পড়েছে। দুশ্চিন্তার কারণ নেই।আল্লাহর রহমতে সে সুস্থ্যই আছে।তাকে ইতোমধ্যে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।অশেষ কৃতজ্ঞতা আমাদের মাননীয় এমপি মহোদয়ের প্রতি। আপনাদেরকে বারবার বলছি, প্লিজ আর কোনো ইতিহাসের পুণরাবৃতি হতে দিবেননা।আল্লাহ তায়ালার হুকুমতের পরে নিজের কাছেই নিজের সুরক্ষা।লামচর ইউনিয়নকে লকডাউন করা হয়েছে। রামগঞ্জের প্রত্যেকটি এন্ট্রি পয়েন্টে চেকপোস্ট বসানোর জন্য থানা পুলিশ, আনসার এবং ইউনিয়ন চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে ট্যাগ অফিসার দেওয়া হয়েছে। ইউনিয়ন সংশ্লিষ্ট আইন, শৃঙ্খলা, ত্রাণ, লকডাউন, কোয়ারেন্টাইন নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় ট্যাগ অফিসার, চেয়ারম্যান, মেম্বারকে জানান। কেউ তথ্য গোপন করবেননা প্লিজ। একজনের কারণে পুরো এলাকা হতে পারে সংক্রমিত!!সৃষ্টিকর্তাকে ডাকুন নিজের পরিবারের সাথে। ই’য়া কানা’বুদু ওয়া ই’য়া কানাস’তায়ি’ন। আল্লাহ সবাইকে রক্ষা করুন। বোধশক্তি জাগ্রত করে দিন। আমিন।
উপজেলা নির্বাহী অফিসার
রামগঞ্জ, লক্ষীপুর।