একজন মুনতাছির জাহান রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আরেকজন মোহাম্মদ আনোয়ার হোসেন রামগঞ্জ থানার ইনচার্জ তারা দেখিয়ে দিয়েছেন ইচ্ছা থাকলে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়।

একজন মুনতাছির জাহান( রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার) আরেকজন মোহাম্মদ আনোয়ার হোসেন ( রামগঞ্জ থানার ইনচার্জ) তারা দেখিয়ে দিয়েছেন ইচ্ছা থাকলে কিভাবে মানুষের জন্য, দেশের জন্য কাজ করা যায়। তাই দিনরাত ছুটে বেড়াচ্ছেন সমগ্র উপজেলা।
নিজেদের জীবনের ঝুকি নিয়ে সাধারন মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।
কখনো দূর্নীতিগ্রস্থ ব্যবসায়ীদের ধরতে, কখনো মানুষকে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে আবার কখনো খাবার নিয়ে অসহায় মানুষের দরজায়।

তারা দেখিয়ে দিচ্ছেন সততা, আন্তরিকতা আর সমাজের প্রতি মমতা থাকলে কাজের কোনো গন্ডি থাকে না। নারীরাও যে সমাজ এবং দেশের জন্য অনেক কিছু করতে পারে তার জ্বলন্ত উদাহরণ অসংখ্য মহিয়সীর মধ্যে উনি একজন।

উনাদের মতো দুজনকে পেয়ে আমরা রামগঞ্জবাসী ধন্য। মহান আল্লাহ্ উনাদেরকে সুস্থও দীর্ঘজীবন দান করুক।
তাই আসুন আমরা সবাই মিলে একটু সচেতন হই, এবং এই সোনার বাংলাদেশেকে একটু সচেতন করতে সাহায্য করি