সরকারে নির্দেশনা জারি পর সারাদেশের ন্যায় চাঁদপুরের আপামর জনসাধারন গৃহবন্ধি হয়ে আছে বিগত ৪টি দিন। এতে সব থেকে সমস্যায় পড়েছে সমাজের খেটে খাওয়া দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো।
অসহায় মানুষের আহারের কথা চিন্তা করে চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান বিনামূল্যে শহরের ৩টি হোটেলে দুপরের ও রাতের খাবারের ব্যবস্থা করেছেন। হোটেল ৩টি শহরেরকালী বাড়ি মোড়ে চাঁদপুর হোটেল, নতুন বাজারের ক্যাফে ঝিল ও হকার্স মার্কেটের সামনে আল আরাফাহ।
৩০ মার্চ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবদুল্লাহ আল মাহমুদ জামান ।jacnewstv কে জানান, স্পেসাল পারমিশন নিয়ে জেলা প্রশাসকের নির্দেশে শহরের ৩টি হোটেলে খাবারের ব্যবস্থা করা হয়েছে। অনেক রোগির সাথের লোকজন, রিক্সা চালক, দিনমজুর আছেন যারা এসময় কাজ করতে পারছেন না তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ খাবারের ব্যবন্থা করার হয়েছে। যেহেতু হোটেল গুলো বন্ধ তাতে করে অনেকে খাবার কস্টে আছেন সেজন্য জেলা প্রশাসনের ভিক্ষুক তহবিল থেকে দুবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। যতদিন সরকারের নির্দেশনা থাকবে এ বার্যক্রম চলবে।
দুপুরে কার্যক্রম শুরুর সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু উপস্থিত ছিলেন।