রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ সরকারীভাবে প্রথম জাতীয় বীমা দিবসের অংশ হিসাবে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যেগে পালিত হয়ে প্রথম জাতীয় বীমা দিবস ২০২০। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণার করার পর সারাদেশে বিভিন্ন বীমা কোম্পানীতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ দিনটিকে স্মরনীয় করতে র্যালী, আলোচনাসভা ও বীমা মেলার আয়োজন করে।
রবিবার সকাল সাড়ে ৯টায় রামগঞ্জ পৌরসভা এলাকা থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনায় মিলিত হন। উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির হোসেন চৌধুরী।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তা টিপু সুলতান ভূইয়ার সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার ওসি (তদন্ত) একে ফজলুল হক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর সহকারী ভাইস প্রেসিডেন্ট মোঃ মনির হোসেন, জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সার্ভিস ইনচার্জ মোঃ ইব্রাহিম, মেট লাইফ কোম্পানির এপি হেলাল উদ্দিন রিপন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর আরসি আলমগীর হোসেন, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর জুনিয়র এএমডি আবদুল মান্নান মীর, ফারইষ্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর আরসি হাফেজ মাওলানা মিজানুর রহমান, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর রামগঞ্জ অফিস ইনচার্জ সাংবাদিক রহমতউল্লাহ পাটোয়ারী প্রমূখ।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে বাংলাদেশ সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে।