রামগঞ্জ ( লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন এ সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই শিক্ষার মান উন্নয়নে নিয়মিত কাজ করছে তারা। ইতিমধ্যে শিক্ষার মান উন্নয়নে সারাদেশে নতুন ভবন স্থাপন করেই চলেছে সরকার।
এসময় তিনি উপজেলার স্থানীয় নেতাকর্মীদের মাঝে দলীয় কোন্দলের কথা উল্লেখ করে বলেন, আওয়ামীলীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। তাই দলীয় কোন্দল থাকবেই। কিন্তু দলের বৃতত্তর স্বার্থে স্থানীয় আওয়ামীলীগের মধ্যে কোন কোন্দল রাখা যাবে না। রামগঞ্জের উন্নয়নে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করতে দলীয় সকল কোন্দল ভুলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত ভাবে চেষ্টা করলে এ উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব। আজ ১০ ফেব্রুয়ারী সোমবার দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে কলেজের নতুন বিজ্ঞান ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ উমেষ চন্দ্র লোধের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, সার্কেল এস. পি স্পিনা রানী প্রামাণিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, ওসি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, সাবেক মেয়র বেলাল আহাম্মদ, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, সুরাইয়া আক্তারসহ কলেজটির শিক্ষক, ছাত্র-ছাত্রী, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ উপস্থিত ছিলেন।