জুয়া খেলা নিষিদ্ধ করে চূড়ান্ত রায় দিয়েছেন হাইকোর্ট।

জুয়া খেলা নিষিদ্ধ করে চূড়ান্ত রায় দিয়েছেন হাইকোর্ট। সেইসাথে জুয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া এবং শাস্তির পরিমাণ বাড়ানোরও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

রাজধানীর উত্তরা, ঢাকা ক্লাবসহ ৫ টি জেলার ১৩ টি ক্লাবে হাউজিসহ সব ধরনের জুয়া খেলা অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

এ সময় সকল আইন শৃঙ্খলাবাহিনীকে জুয়া বন্ধে পদক্ষেপ নেয়ারও নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে হাইকোর্টের একটি রুলের শুনানি শেষ হয় ২৩ জানুয়ারি।