মোঃ ছায়েদ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের উদ্যেগে ছিন্নমূল ও অসহায় শীতার্ত শতাধীক লোকজনের হাতে তুলে দেয়া হয়েছে কম্বল।
সকাল থেকে সংগঠনের নিজস্ব কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন।
রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহিব মিনহাজের সঞ্চালনায় এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার ওসি (তদন্ত) একে ফজলুল হক, এস আই মোঃ মামুন, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সাইদ আলম শাহীন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এমরান হোসেন, তানভীর হোসেন, নিশান, শুভ।
কম্বল বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, বর্তমান যুব সমাজ যদি এ ধরনের জনহীতকর কাজে এগিয়ে আসে তাহলে একদিন বাংলাদেশ সোনার বাংলায় বির্নিমান হবে। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে যুব সমাজের সম্পৃক্ততার কোন বিকল্প নেই। তিনি এসময় রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সদস্যদের প্রতি আন্তরিক অভিননন্দন জানান।
সংগঠনের সভাপতি মোঃ ফারুক হোসেন জানান, আমরা সাধ্যমতো চেষ্টা করছি সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়াতে। রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকা-ে আমরা ছিলাম-আছি এবং থাকবো ইনশাল্লাহ।
Home সারাবাংলা সংবাদ ছিন্নমূল ও অসহায় শতাধীক শীতার্তদের মাঝে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের কম্বল বিতরন