ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র পদে দলীয় প্রার্থী ও ১২৯ কাউন্সিলর উত্তরে আওয়ামী লীগ সমর্থিত যারা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র পদে দলীয় প্রার্থী ও ১২৯ কাউন্সিলর পদে সমর্থিতদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঢাকা উত্তরে বর্তমান মেয়র আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নুর তাপসকে মনোনয়ন দিয়েছে দলটি। রোববার (২৯ ডিসেম্বর) সকালে, ধানমণ্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে এ ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় মনোনয়ন বঞ্চিতরাসহ সবাই মিলে নির্বাচনী কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ওবায়দুল কাদের।  ঢাকা উত্তরে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীরা হলেন (ওয়ার্ড নাম্বার হিসেবে) ১-আক্তার উদ্দিন; ২-আলহাজ্ব কদম আলী মাতব্বর; ৩-মোহাম্মদ জিন্নাদ আলী মাতব্বর;  ৪-জামাল মোস্তফা; ৫-আব্দুর রব নান্নু;  ৬-সালাহউদ্দিন রবিন;  ৭-তোফাজ্জল হোসেন; ৮-আবুল কাসেম; ৯-মুজিব সারোয়ার মাসুদ; ১০-আবু তাহের; ১১-দেওয়ান আবুল মান্নান; ১২-মুরাদ হোসেন; ১৩-হারুনুর রশিদ; ১৪-মফিজ উদ্দিন; ১৫-সালেক মান্নান; ১৬-মতিউর রহমান; ১৭-ইসহাক মিয়া; ১৮-জাকির হোসেন; ১৯-মফিজুর রহমান; ২০-জাহিদুর রহমান; ২১- মাসুম গনি; ২২- লিয়াকত আলী; ২৩- সাখাওয়াত হোসেন; ২৪- শফিউল্লাহ; ২৫- আব্দুলাহ আল মঞ্জু;  ২৬- শামিম হোসেন; ২৭- ফরিদুর রহমান খান; ২৮- তুষার হোসেন; ২৯ নুরুল ইসলাম অতন; ৩০- আবুল হাসেম হাসু; ৩১- আলেয়া সারোয়ার ডেইজি; ৩২- সৈয়দ হাসান মিনিস্টার; ৩৩- আসিফ আল মামুন; ৩৪-শেখ মোহাম্মদ হোসেন চৌধুরী; ৩৫-মমতাজ সরদার; ৩৬ তরুণ রেজা খোকন; ৩৭-জাহাঙ্গীর আলম; ৩৮ শেখ সেলিম; ৩৯ শরিফ শফিকুল ইসলাম; ৪০ নজরুল ইসলাম ঢালি; ৪১ আব্দুল মতিন; ৪২ মোহাম্মদ জাহাঙ্গীর আলম; ৪৩-শরিফুল ইসলাম ভূঁইয়া; ৪৪-মোহাম্মদ শফিকুল শফি; ৪৫-জয়নাল আবেদিন; ৪৬-সাইদুর রহমান সরকার; ৪৭-মোতালেব মিয়া;  ৪৮-ইমতিয়াজ মাসুদুজ্জামান; ৪৯ শফিউদ্দিন মোল্লা; ৫০-বি এম শামিম; ৫১ শফিকুর রহমান; ৫২ ফরিদ আহমেদ; ৫৩ মোহাম্মদ নাসির উদ্দিন; ৫৪ জাহাঙ্গীর হোসেন