আলোচনা সভায় বক্তৃতা রাখছেন আসাদুজ্জামান মিঞা
স্বপ্নীল চৌধুরী:- হাজার বছরের সেরা বাঙালি জাতীর পিতা
বঙ্গবন্ধুর রক্তের “অংশীদার” দেশের সর্ব উন্নয়নের “রূপকার” তথা
“বিশ্ব মানবতার মা” বাংলাদেশের আপামর জনতার উদীয়মান সূর্য
যিনি রাষ্ট্রীয় ক্ষমতার নির্বাহী, জননেত্রী শেখ হাসিনা তাঁর
শাসনামলে আজকে পালিত হচ্ছে “বিজয় দিবস”। এমন বিজয় দিবস
পালনে দেশবাসী যেমন পরমানন্দে গর্বিত তেমনি বঙ্গবন্ধু কন্যা
জননেত্রী শেখ হাসিনার সরকার যেন স্বার্থক। সরকারের এমন
উল্লেখযোগ্য স্বার্থকতায় দেশ আজ ধন্য। যে ধন্যতায় বঙ্গবন্ধু আত্ম-
তৃপ্তিতে নিরবে শান্তি পাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের
স্বপ্নে আজকে “ঢাকা অফিসার্স ক্লাব” যেন আনন্দে উত্তোলিত-
উদ্ভাসিত। এমন বিজয় দিবসের আনন্দ ও গুরুত্বকে সামনে ধরে ঢাকা
অফিসার্স ক্লাবে আয়োজিত বৃহত্তর ফরিদপুর চাকুরীজীবি কল্যাণ
সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস-২০১৯ এর আলোচনা সভা ও
সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক আইজিপি
এ.কে.এম শহীদুল হক। সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের মাঝে উপস্থিত
ছিলেন দুদক কমিশনার ড. মোঃ মুজাম্মেল হক খান, বঙ্গবন্ধু
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, জাতীয়
নিরাপত্তা সেলের প্রধান আসাদুজ্জামান মিঞা, পপুলার লাইফ ইন্সুরেন্স
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বি.এম ইউসুফ আলী, পপুলার লাইফ
ইন্সুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি.এম শওকত আলী ও
উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, ঢাকা অফিসার্স ক্লাবের
সাধারণ সম্পাদক ও সাবেক সচিব মোঃ ইব্রাহিম হোসেন খাঁন,
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির বিভাগীয় কর্মকর্তা, অতিরিক্ত প্রকল্প
পরিচালক, কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের উপ-
দপ্তর সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন খাঁন। জার্নালিজম এগেইনস্ট ক্রাইম এন্ড জার্নালিজম এন্টি-করাপশন (জ্যাক) এর চেয়ারম্যান ও সাপ্তাহিক সপ্তবর্ণা পত্রিকার সহ-সম্পাদক এবং দুর্নীতি অনুসন্ধান কেন্দ্রের মহা-সচিব স্বপ্নীল চৌধুরী জাবেদ প্রমূখ ব্যক্তিবর্গ।