রাত পোহালেই ঢাকায় আসছেন সালমান খান, উদ্বোধনী আয়োজনে নাচে-গানে শের-ই-বাংলা স্টেডিয়ামের মঞ্চ মাতাবেন বলিউডের তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, সংগীতশিল্পী সনু নিগম ও কৈলাস খের।

তবে সেটা ‘দাবাঙ্গ ৩’-এর প্রচারণার জন্যে নয়, বরং ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী কনসার্ট মাতাবেন তিনি! তবে ধারণা করা হচ্ছে, ঢাকায় এসেও মুক্তিপ্রতীক্ষিত ‘দাবাঙ্গ ৩’-এর প্রচারণায় অংশ নিবেন সালমান। বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, রবিবার দুপুরেই সালমান ঢাকায় অবতরণ করবেন।সংসদ নির্বাচনের কারণে বিপিএলের গত আসর ছিল অনাড়ম্বর। ছিল না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। এবার জমকালো ও ব্যয়বহুল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। শুধু সালমান নয়, উদ্বোধনী আয়োজনে নাচে-গানে শের-ই-বাংলা স্টেডিয়ামের মঞ্চ মাতাবেন বলিউডের তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, সংগীতশিল্পী সনু নিগম ও কৈলাস খের।

ভারতীয় এই নামকরা চার তারকা শিল্পীর পাশাপাশি বাংলাদেশ থেকে উদ্বোধনী আয়োজনে মঞ্চ মাতাবেন রকস্টার জেমস ও ফোক সম্রাজ্ঞী খ্যাত শিল্পী মমতাজ।

রবিবার বিকাল সাড়ে চারটায় শুরু হবে বঙ্গবন্ধু বিপিএল-এর উদ্বোধনী আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।