কেরানীগঞ্জে তৃণমূলকেই শক্তিশালী করতে কালিন্দী ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে চেয়ারম্যান শাহীন আহমেদ ।

কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন,আমরা কেরানীগঞ্জে আওয়ামীলীগের  তৃণমূলকেই নেতা কর্মীকে শক্তিশালী করতে চাই।

৬ ডিসেম্বর শুক্রবার কেরাণীগঞ্জ মডেল থানায় কালিন্দী ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেরাণীগঞ্জের প্রত্যেক ঘরে ঘরে আওয়ামী লীগের দূর্গ হয়েছে। কেরাণীগঞ্জের তৃণমূলের আওয়ামী লীগ শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ রয়েছে। আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এগিয়ে যেতে চাই। সেজন্য আমরা আওয়ামী লীগকে ঢেলে সাজাতে চাই এবং দল করার জন্য আমরা ভালো মানুষ চাই ।

কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের হাজী মো.নূর ইসলাম বাচ্চু নূরের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন খোকন, মহিলা আওয়ামী আইনজীবি পরিষদের সভাপতি এ্যাড.আনোয়ারা বেগম, কালিন্দী ইউপি চেয়ারম্যান হাজী মো.মোজাম্মেল হোসেন, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের উপদপ্ত সম্পাদক মন্জুর হোসেন খাঁন প্রমুখ।