পাঠ্য বই পড়ে শিশুদের প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব নয়————–অঞ্জন চন্দ্র পাল।।


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ শুধুমাত্র পাঠ্য বই পড়ে শিশুদের প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব নয়। পাঠ্য বইয়ের পাশাপাশি বিশ্বের সাথে পরিচয় হতে হলে নিজ দেশের কৃষ্টি-কালচার, স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে জানতে হবে। বই পড়ে জিপিএ অর্জনে সীমাবদ্ধ থাকলে হবে না। পড়ালেখার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করলে সে শিক্ষিক মানুষ হবে। দেশ ও জাতীর কর্ণধার হবে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল আজ মঙ্গলবার সকালে রামগঞ্জ মধ্য আঙ্গারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লক্ষ্মীপুর জেলা তথ্য অফিসের উদ্যেগে দুই দিনব্যপি শিশু মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আলোচনা সভার পূর্বে “ শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্ব) শীর্ষক” প্রকল্পের ব্যানারে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে ও পশ্চিম আঙ্গারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শামছুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলতের রহমান, জেলা তথ্য অফিসার মোঃ সিরাজুল হক মল্লিক, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ শহিদুল ইসলাম, রামগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা আক্তার, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম প্রমূখ।
শিশুমেলা উপলক্ষে আলোচনা সভা শেষে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের পুরুস্কৃত করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মেলাতে অংশগ্রহন করে।