৬৫ লাখ টাকার মালামাল ক্রয়-বিক্রয়ের হিসাবে গরমিলের প্রমাণ মিলেছে। এ অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা আব্দুল মালেকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সহকারী পরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি জানিয়েছেন।
দুদক জানায়, গত ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভান্ডার ও ক্রয়বিভাগের ৬৫ লাখ ৩৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন যা এজাহারে বলা হয়েছে। দণ্ডবিধির ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ।
অনুসন্ধানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় দেখা যায় যে, আব্দুল মালেক ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভান্ডার ও ক্রয়বিভাগের রেজিস্টারগুলোর হিসাব ঠিকমতো সংরক্ষণ করেননি। মালামাল মজুতের হিসাব থাকলেও বিতরণের হিসাব ঠিকমত নেই। তিনি কাকে কি বিতরণ করেছেন এবং তিনি কিভাবে মজুতকৃত মালামাল খরচ করেছেন তার বেশিরভাগ মালামালের কোনো হিসাব নেই। সার্বিক পর্যালোচনা, আসামির বক্তব্য ও রেকর্ডপত্র পরীক্ষায় আত্মসাতের প্রমাণ মিলেছে।