লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাসহ সার্বিক খাতে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ ও নৌকার সাথে থাকুন।
সোমবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসার চার তলা বিশিষ্ট নতুন অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনোয়ার হোসেন খান আরো বলেন, শিক্ষার মান উন্নয়নে কাজ করছে শেখ হাসিনা সরকার। এ ভবন নির্মাণ সরকারের উন্নয়নের ধারাবাহিকতারই অংশ। পরে তিনি ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ভনটিতে ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যায় ধরা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ একে মুশতাক আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, সাবেক পৌর মেয়র বেলাল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, রামগঞ্জ বাজার ব্যবস্থাপনার কমিটির, সভাপতি ও পৌর আওয়ামীলিগেরর সহ-সভাপতি মোঃ আকবর হোসেন, আওয়ামীলিগ নেতা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার দেলোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন দশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।