রামগঞ্জ লক্ষীপুর সংবাদদাতাঃ
স্বাধীন বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার বিকেলে রামগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের দলীয় কার্যালয়ে পালিত হয়েছে।
উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামসুর সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক এস.এম মোজাম্মেল হকের উপস্থাপনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তরা বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আত্মনির্ভরশীল যুব সমাজ গড়ে তুলতে এবং যুব সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যুবলীগ প্রতিষ্ঠা হয়। যুব আন্দোলনের পথিকৃৎ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এর পর থেকেই যুবলীগের নেতাকর্মীরা দেশ গঠনে আত্মনিয়োগ করেন বলে।
আহবান জানিয়ে বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহবায়ক মামুনুর রশিদ আখন্দ,কান্সিলর আহসান হাবিব, পৌর ৬নং ওয়ার্ড সভাপতি হাবীবসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউপি যুবলীগের সভাপতি/সাধারন সম্পাদকগন।