
বাংলাদেশের বিভিন্ন বাজারে প্রতিকেজি পেঁয়াজ ১৪৫ থেকে ১৬০ টাকা ধরে বিক্রি হচ্ছে সেখানে ভারতের কেজিপ্রতি পণ্যটি ৬ থেকে ১০ রুপিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ বাংলাদেশি মূদ্রায় ১২ টাকাও পড়ছে না প্রতিকেজি পেঁয়াজের মূল্য।
ভারতীয়রা বলছে, এতো কমদামে এর আগে কখনও পেঁয়াজ বিক্রি হয়নি ভারতে। এটাই ভারতে পেঁয়াজের সর্বনিম্ম দর।পেঁয়াজের দাম এমন পানির দরে চলে আসায় বিপুল পরিমাণে লোকসানে পড়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।
এমন দরপতনের জন্য সম্প্রতি বাংলাদেশের পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞাকে দুষছেন তারা। তাই পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানাচ্ছেন দেশটির কৃষকরা।
গত ২৮ অক্টোবর থেকে চেন্নাই সমুদ্রবন্দর দিয়ে প্রতি চালানে সর্বোচ্চ ৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ রফতানি করছেন কর্নাটকের কৃষকরা।
প্রসঙ্গত গত ২৯ সেপ্টেম্বর এক আদেশে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এর পর থেকেই বাংলাদেশে পণ্যটির দাম দফায় দফায় বাড়তে থাকে। নিম্মমধ্যবিত্তদের ক্রয়ের নাগালের বাইরে চলে যায়।