এদিকে, অভিযানে সাত বোতল বিদেশী মদ, নগদ ৩৩ হাজার টাকা, একটি রিভলভার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাবের মিডিয়া উইং এর পরিচালক র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে রাজীবকে খোঁজা হচ্ছিলো। এ অভিযানে, সাত বোতল বিদেশী মদ, নগদ ৩৩ হাজার টাকা, তার পাসপোর্ট, একটি রিভলভার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি অবৈধ। তাকে নিয়ে তার বাসায় ও অফিসে অভিযান চলবে।’
রাজীব ঢাকা উত্তর সিটির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাকে ধরতে রাত সাড়ে নয়টা থেকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি ঘিরে রাখে র্যাব। পরে, রাত সাড়ে দশটার দিকে ভবনটির একটি ফ্ল্যাট থেকে রাজীবকে গ্রেপ্তার করা হয়।
বাড়িটিতে তল্লাশি চালাচ্ছে র্যাব। আর, আটকের পর রাজীবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, বাড়িটি তার এক বন্ধুর। তার নাম মিশু হাসান। পেশায় তিনি একজন ব্যবসায়ী। গত ১৩ই অক্টোবর থেকে এ বাসায় আত্মগোপনে ছিলেন রাজীব।
রাজীবের বিরুদ্ধে ক্যাসিনো, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে। তার নামে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।