“বিএনপি’র অবশিষ্ট অংশেরও বিদায়ের সময় এসেছে। সেই বিদায়ও হয়ে যাবে। শেখ হাসিনা যে সকল প্রকল্প হাতে নিয়েছে তা বাস্তবায়িত হলে জনগণই তাদের ঝেটিয়ে বিদায় করবেন।“
বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলামের ‘আওয়ামী লীগের পতন অতি সন্নিকটে’ এমন মন্তব্যের প্রেক্ষিত এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমীর মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে চিরতরে জায়ামাত-বিএনপি’র মুলোৎপাটন হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ নিজেই।
তিনি আরো বলেন, রাজনীতি হলো একটি সমঝোতা শিল্প। তাই দলের অভ্যন্তরীণ কোন্দল পরিহার করে নিজেদের মধ্যে সমঝোতা বাড়ানোর আহ্বান জানান তিনি নেতা-কর্মীদের প্রতি।
জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দিন মণ্ডলের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিতি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্থানীয় সাংসদ ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় আওয়ামী লীগের সব পর্যায়ের নেতারা।
আগামী ২৬ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনকে সফল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয় বর্ধিত সভায়।