লক্ষ্মীপুরের রামগঞ্জে জনতার গণপিটুনিতে নজরুল ইসলাম নামের এক চোরের মৃত্যু হয়েছে।

 

লক্ষ্মীপুরের রামগঞ্জে জনতার গণপিটুনিতে নজরুল ইসলাম (৩৪) নামের এক চোরের মৃত্যু হয়েছে

এসময় চোরের দলের চুরিকাঘাতে রামগঞ্জ পৌর কার্যালয় মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান মারাত্মক আহত হয়েছেন। মৃত নজরুল ইসলাম একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোর রাতে রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের ফকির মোহাম্মদ মিঝি বাড়ীতে।
স্থানীয় লোকজন ও হসপিটালে আহত মোস্তাফিজুর রহমান জানান, সোমবার দিবাগত মঙ্গলবার ভোর রাতে ফকির মিঝি বাড়ীর মাহাবুবুর রহমান, মোশাররফ হোসেন মোবারক হোসেনের ঘরে চোরের দল সিঁধ কেটে ঢুকে ঘরের মুল্যবান মালামাল লুটে নেয়।
রাত প্রায় ৩টায় একই বাড়ীর তার টিনশেড বসতঘরের মাটি খুঁড়ে চোরের দল প্রবেশ করে। এসময় গৃহকর্তা মোস্তাফিজুর রহমান টের পেয়ে চিৎকার দিয়ে চোর নজরুল ইসলামকে জড়িয়ে ধরে চিৎকার দেয়। এসময় চোরের দলের অন্য সদস্যরা মোস্তাফিজুর রহমানকে এলোপাতাড়ি চুরিকাঘাত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ছুটে এসে ঘরটি ঘেরাও করে নজরুল ইসলামকে হাতে নাতে ধরে গণপিটুনি দেয়।
খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশের এস আই মাসুদ রানা ও হুমায়ুন কবীর ঘটনাস্থলে গিয়ে আজ সকাল ৯টায় মারাত্মক আহতাবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হসপিটালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রওশন জামিল নজরুল ইসলামকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, গণপিটুনিতে নিহত নজরুল ইসলাম এলাকার চিহ্নিত চোর। বেশ কিছুদিন এলাকা ছেড়ে কুমিল্লায় ছিলো। সে ফিরে এসে আবারো এলাকায় চৌর্যবৃত্তি চালিয়ে যায়। এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটিয়েছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হসপিটাল মর্গে প্রেরণ করেছে।