নাটোরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।এ ঘটনায় হাসপাতালের মালিককে আটক করা হয়েছে
স্বজনরা জানান, শনিবার (৫ অক্টোবর) রাতে বড়াইগ্রাম উপজেলার রামেশ্বরপুর গ্রামের গৃহবধূ সুমাইয়া খাতুনকে পেটেব্যথা নিয়ে একই উপজেলার হেলথ কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে রাতে চিকিৎসক সামিরা তাবাসসুম সাথী ভুল অস্ত্রোপচার করলে, রোববার সকালে সুমাইয়া মারা যান। এ ঘটনায় এলাকাবাসী ও পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে উঠলে পালিয়ে যান চিকিৎসক।
পরে খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাগজপত্র না থাকায় হাসপাতালটি সিলগালা করে দেয়।
এ সময় ঘটনাস্থল থেকে হাসপাতালের মালিক আকছেদ আলীকে আটক করে পুলিশ।