রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিহারীদের সাথে সংঘর্ষ হয়েছে স্থানীয় কাউন্সিলরের নেতাকর্মী ও পুলিশের। এ ঘটনায় আটক করা হয়েছে অন্তত ১৫ জনকে
দুপুরে ৩১ কোটি টাকা বকেয়া বিল আদায়ে জেনেভা ক্যাম্প এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এর প্রতিবাদে বিহারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তারা পুলিশের উপর ইটপাটকেল ছোঁড়ে। টায়ায় জ্বালিয়ে অবরোধ করে সড়ক। বিহারীদের হামলায় স্থানীয় কাউন্সিলর’সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এসময় পুশিলের গাড়িও ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমান জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
৩১ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বিহারিদের, সেই বিল না দিয়েই তারা বিদ্যুতের দাবিতে রাস্তায় বিক্ষোভ করছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান।
তিনি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ১৫- ২০ জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ১০-১৫ জনকে আটক করা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে, শুরু হওয়া এ সংঘর্ষ এখনো চলছে। সরকারের পক্ষ থেকে জেনেভা ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, সরকার ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বিহারিদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে।