যুবলীগের চেয়ারম্যান ও সম্পাদকের পদত্যাগের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

যুবলীগের নেতা-কর্মীদের অপকর্মের দায় সংগঠনের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের ওপরও বর্তায় উল্লেখ করে তাঁদের পদত্যাগ দাবি করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। একই সঙ্গে তাঁদের সম্পদের হিসাব জাতির সামনে প্রকাশের দাবিও জানিয়েছে তারা।

দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলা হয়, যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া গ্রেপ্তারের পর ওমর ফারুক চৌধুরীর দেয়া বক্তব্যের নিন্দাও জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

মুক্তিযুদ্ধ মঞ্চের অভিযোগ, যুবলীগ কমিটির মেয়াদ শেষ হলেও সম্মেলন করে নিয়মিত নেতৃত্বে পরিবর্তন না আনায় ক্ষমতা কুক্ষিগত করে নৈরাজ্য চালাচ্ছে সংগঠনটির কিছু নেতা।