“ফাউন্ডেশন ফর জার্নালিজম এগেইনষ্ট ক্রাইম এন্ড জার্নালিজম এন্টি-করাপশন” (জ্যাক)

 

জ্যাক কিঃ অপরাধ এবং দূর্নীতি বিরোধী সাংবাদিকতার ভিত্তিই হলো “ফাউন্ডেশন ফর জার্নালিজম এগেইনষ্ট ক্রাইম এন্ড জার্নালিজম এন্টি-করাপশন” (জ্যাক) এক কথায় মানবাধিকার লঙ্ঘনজনিত অপরাধ, দূর্নীতি বিরোধী, , মানবাধিকার ও সমাজ কল্যাণমূলক সংগঠন ও সংবাদ সংস্থা। এ সংস্থাটি ১৯৯৬ ইং সনে কার্য্যক্রম শুরু করে অপরাধ বিষয়ক সংবাদ এ যাবৎ দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রচার সহ সমাজের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে সরকারের সংশ্লিষ্ঠ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অপরাধ ও দূর্নীতি সংক্রান্ত বিষয়ে তথ্যগত সহযোগিতা প্রদান করে আসছে। দেশ, জাতি, সমাজ ও পরিবার থেকে অপরাধ, দূর্নীতি, বিশৃঙ্খলা ও অরাজকতা দুরীকরণ এ সংস্থার মূল লক্ষ্য। জ্যাক ল,এ্যাসোসিয়েটস্ এর উদ্দেশ্য এবং আদর্শ ঃ দেশ-বিদেশের দুঃস্থ ও গরীব লোকদের আইনী সহযোগিতা করা, যেকোন মানবাধিকার বিরোধী কার্যকলাপ ও মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, আন্তর্জাতিক ও বাংলাদেশের মানবাধিকার সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করা ও মানবাধিকার লঙ্ঘন ও মানবাধিকার দূর্নীতির রিপোর্ট সংগ্রহ করা এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ আন্তর্জাতিক মানবাধিকার কর্তৃপক্ষকে অবহিত করা, অপরাধ ও দূর্নীতি বিষয়ে তথ্যগত সহযোগিতা করা। জ্যাক অপরাধ ও দূর্নীতির প্রবনতা কমিয়ে আনতে সাংবাদিকতার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে মানবাধিকার লঙ্ঘন জনিত অপরাধীদের শনাক্ত করে অভিযোগকারীদের আইনগত সহায়তা দিয়ে এ যাবৎ অগনিত পরিবারকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। নারী নির্যাতন, অর্থ আত্মসাৎকারী, ভূমি জবর দখলকারী, অবৈধ নারী দেহ ব্যবসায়ী, নকল কারখানা পরিচালক, বিদেশে অবৈধ শ্রমিক প্রেরণকারী দালালদের বিরুদ্ধে জ্যাক এর সদস্য/সদস্যাগণ যুগপৎ সাংবাদিকেরা কার্য্যক্রম অব্যাহত রেখেছে। তা ছাড়াও জ্যাক এর সদস্যরা অবৈধ বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগকারীদের প্রতিহত করার প্রয়াস চালাচ্ছে এবং তালিকা তৈরী করে চলেছে। ভেজাল খাদ্য প্রস্তুত ও সরবরাহকারী পচনশীল মাছ- এ ফরমালিন ব্যবহারকারীদের শনাক্ত করণসহ জ্যাক সাংবাদিকেরা কাঁচা ফল ক্যামিকেল প্রক্রিয়ায় পাকা ফলে রূপান্তরিত করার পদ্ধতি চালকদের সনাক্তের তথ্যানুসন্ধান অব্যাহত রেখেছে। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি/ব্যবস্থাপনা পরিচালক/মহা পরিচালক সংস্থার প্রধান কার্যালয় থেকে সকল কার্যক্রম পরিচালনা এবং নিয়ন্ত্রণ সহ তদারকী করে থাকেন। প্রয়োজনবোধে অন্য যেকোন স্থান হতেও অনুরূপ নিয়ন্ত্রন করতে পারবেন। সংস্থার নিয়ম অনুযায়ী যথাক্রমে সহ-সভাপতি, সেক্রেটারী জেনারেল, অর্থ সচিব, পররাষ্ট্র বিষয়ক সচিব, তথ্য সচিব, সমাজ কল্যাণ সচিব, নির্বাহী সদস্য সহ সর্বমোট ৯ (নয়) সদস্য পর্যায়ক্রমে স্ব স্ব দায়িত্বে নিয়োজিত থেকে সংস্থার কার্য্যাবলী পরিচালনা করবেন। মূলনীতিঃ গর্বিত নাগরিক হিসাবে দেশকে গড়ে তোলা এবং সমাজের প্রতিটি স্তর থেকে অপরাধ ও দূর্নীতি নির্মুল করে অপরাধ ও দূর্নীতি মুক্ত পরিবেশ সৃষ্টি সহ গণসচেতনতায় সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করাই হলো জ্যাক এর মূলনীতি। জ্যাক এর কার্যনির্বাহী পরিষদের সদস্য/সদস্যাগণ দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সুষ্ঠ ও গঠনমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলার অভিপ্রায়ে অঙ্গীকারাবদ্ধ। জ্যাক এর সদস্য পদ কেনঃ দেশব্যাপী আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, ঘুষদূর্নীতি, পুরুষ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক প্রথা, নারী ও শিশু পাচার, চোরাচালান, অবৈধ পানি, বিদ্যুৎ, গ্যাস সংযোগ, বাল্য বিবাহ, আবাসিক হোটেল ও ঘর-বাড়ীতে নারীদেহ ব্যবসা, অসামাজিক কার্য্যকলাপ, মাদকদ্রব্য সেবন ও ক্রয়-বিক্রয়, ভূমি সন্ত্রাসী কার্য্যকলাপ, ভূমি জবর দখল, জাল দলিল তৈরী ও সৃজনকারী চক্র, প্রতারক আদম ব্যবসায়ী, বিভিন্ন দ্রব্য সামগ্রীর নকল কারখানা পরিচালনাকারী, ভেজাল খাদ্য প্রস্তুতকারী, ভেজাল মবিল প্রস্তুতকারী ইত্যাদি ইত্যাদি বিষয়ে মানবাধিকার লঙ্ঘনজনিত সকল কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, গণসেচতনতাসহ আইন শৃঙ্খলা বাহিণীকে, সার্বিক সহায়তা করতে, দেশের বৃহত্তর স্বার্থ সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা থানা ও পৌরসভা পর্য্যায়ে কমিটি গঠন করা হবে। উল্লেখিত বিষয়গুলোর আলোকে কাজ করতে আগ্রহী ব্যক্তিদের অত্র সংস্থার সাধারণ সদস্য/সদস্যা পদ গ্রহণ করনার্থে ২ কপি পাসপোর্ট সাইজ ও ১ কপি ষ্ট্যাম্প সাইজ রঙ্গিন সদ্য তোলা ছবিসহ নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্রের ফটোকপি সংযুক্ত, এলাকার চেয়ারম্যান কর্তৃক প্রদেয় চারিত্রিক সনদপত্রসহ অত্র সংস্থার চেয়ারম্যান/ব্যবস্থাপনা পরিচালক/মহা পরিচালক বা মহাসচিব বরাবর সংস্থা কর্তৃক ছাপানো ফরমে অথবা সাদা কাগজে আবেদন করে সদস্য/সদস্যা পদে অধিষ্ঠিত হতে হবে। উল্লেখিত কর্মকান্ডে নিয়োজিত সকল সম্মানিত সদস্য/সদস্যাদের বিবিধ সুযোগ সুবিধা দেয়ার বিষয়ে জ্যাক কর্তৃপক্ষ বিবেচনা করবে। সমাজ, জাতি ও দেশের বৃহত্তর স্বার্থে স্বেচ্ছায় নিবেদিত সদস্য/সদস্যা, সাংবাদিকদের জন্য এ- সংস্থা বিশেষ আইনি সহযোগিতার ব্যবস্থা করবে। যারা এ মহান আদর্শের পেশায় নিয়োজিত থাকবে, যাহা জাতির বৃহত্তম স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে পদমর্যাদা সম্পন্ন বলে বিবেচিত হবে। কর্তব্যরত অবস্থায় অপরাধ ও দুর্নীতি সংক্রান্ত কাজে সকল জেলা পর্যায়ের প্রতিনিধি ও সদস্য/সদস্যারা যাতে করে অযৌক্তিক হয়রানির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী ও রক্ষাকারী সংস্থার সহায়তা নিয়ে জ্যাক বিশেষ ভূমিকা রাখবে।