টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরএফএল কর্মকর্তার মৃত্যু!

টঙ্গী থেকে ওবায়দুল কবির, ক্রাইম ফাইল 

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরএফএল গ্রুপের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে টঙ্গীর কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলামের বাড়ি নওগাঁ সদর উপজেলায়। তার পিতার নাম মৃত আবুল কাশেম বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের সহকর্মী সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম আরএফএল কোম্পানির জোনাল ম্যানেজার হিসেবে সিলেটে কর্মরত ছিলেন। আজ ভোরে বাড়ি থেকে একটি অফিসিয়াল মিটিংয়ে যোগ দিতে টঙ্গী কলেজগেইট এলাকায় বাস থেকে নামেন তিনি।

এর পরপরই ছিনতাইকারীদের হামলার শিকার হন কামরুল। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা মোবাইল, ল্যাপটপ ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়। পরে সকালে মৃতদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে জানায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তা শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রায় প্রতিদিনই কলেজ গেইট ও হোসেন মার্কেট এলাকায় ছিনতাই হয় বলে জানিয়েছেন এলাকাবাসী। ছিনতাইকারীদের কবলে পড়ে অনেকেই তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছেন। স্থানীয় প্রশাসন সঠিকভাবে তদারকি না করলে আইনের প্রতি শ্রদ্ধা হারাবে সর্বস্তরের জনসাধারণ।