বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ক্রাইম ফাইল 

চুয়াডাঙ্গা সদর উপজেলার নিমতলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোহাম্মদ নাজিম উদ্দীন (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নিমতলা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দীন সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে গাংপাড়ার তাড় মন্ডলের ছেলে ও গরু ব্যবসায়ী।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নাজিম উদ্দীনসহ ৬/৭ জন গরু আনার উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতার পার হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ তাদেরকে দেখে ফেলে এবং গুলি চালায়। এ সময় বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও নাজিম উদ্দীন ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি একটা কনফারেন্সে আছি।